বাংলাদেশে চলছে এখন ক্রিকেট মৌসুম। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পর এখন চলছে এশিয়া কাপ। এ আসর শেষ হলেই শুরু হচ্ছে 'আইসিসি টি-২০ বিশ্বকাপ' আসর। ১৬ মার্চ শুরু হচ্ছে এ আসর। সবমিলিয়ে ক্রিকেট নিয়ে মাতামাতি কম নয়। সংগীতশিল্পীরাও গান করে চলেছেন। এ যাত্রায় এবার যুক্ত হলেন বাপ্পা মজুমদার। বাংলাদেশ ক্রিকেট দলকে অনুপ্রেরণা জোগাতে তিনি একটি গান তৈরি করেছেন। মুঠোফোন প্রতিষ্ঠান রবির পৃষ্ঠপোষকতায় এটি তৈরিতে সহযোগিতা করছে বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম। গানটির শিরোনাম 'ষোল কোটি প্রাণ একটাই গান'। বাপ্পা বললেন, 'গতকাল গানটির সুর ও সংগীতের কাজ করেছি। এ জন্য নতুন কণ্ঠশিল্পী নির্বাচন করা হবে। আগ্রহীদের একই কথা ও সুরে আঞ্চলিক ভাষা ব্যবহার করে গান পাঠাতে হবে।'
অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৮ মার্চ চূড়ান্ত হবেন কণ্ঠশিল্পীরা। এর দুই দিন পরেই বাপ্পা ও নির্বাচিত শিল্পীরা মিলেই গানটির রেকর্ডিং সম্পন্ন করবেন। এর ভিডিও নির্মাণ করবে অ্যাডকম।