এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'পরিবার করি কল্পনা'। নাটকটি প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার প্রচার হবে। ইকবাল হোসাইন চৌধুরী'র রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন পল্লব বিশ্বাস ও রেদওয়ান রনি। মোশাররফ করিম, জাকিয়া বারী মম, মেহজাবিন চৌধুরী, আ খ ম হাসান, আবুল হায়াত, শাহেদ আলী সুজন প্রমূখ।
একই নামের দু'জন মানুষ। একজন মিজানুর রহমান খাঁ ওরফে চন্দ্রবিন্দু খান। আরেকজন মিজানুর রহমান খান। চন্দ্রবিন্দু ছাড়া। চন্দ্রবিন্দু খাঁ মনে করেন, তার নামের সঙ্গে এই চন্দ্রবিন্দুই আসল খাঁ-এর বংশ পরিচায়ক।