শিহাব শাহীন নির্মাণ করছেন নিজের প্রথম চলচ্চিত্র 'ছুঁয়ে দিলে মন'। বর্তমানে ছবিটির শুটিং চলছে সিলেটে। বেশ জোরেশোরেই চলছে শুটিং। মাসজুড়ে শুটিং করে ঢাকায় ফিরবে ইউনিট। ছবিতে অভিনয় করছেন আরিফিন শুভ, মম, ইরেশ যাকের, মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ। শুটিংয়ের সময় একটি বিশেষ মুহূর্তে এভাবেই ক্যামেরাবন্দী হন শুভ-মম। সম্পূর্ণ প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য ছবিটি প্রযোজনা করছে ধ্বনি-চিত্র ও মনফড়িং।