অবশেষে প্রকাশ পেতে যাচ্ছে কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর একক অ্যালবাম 'পুষ্পবৃষ্টি'। ঈদের আগেই আন্তর্জাতিক ওয়েবসাইটের মাধ্যমে এ অ্যালবামটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি। সামিনা বলেন, 'ভক্তরা পুষ্পবৃষ্টি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তাই অ্যালবামটি অনলাইনে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ অনলাইনে খুব তাড়াতাড়ি প্রকাশ করা যায়। পরবর্তীতে বিশেষ সময়-সুযোগ দেখে অ্যালবামটি সিডি আকারে প্রকাশ করব'।
'পুষ্পবৃষ্টি' অ্যালবামটি ১০টি গান দিয়ে সাজানো হয়েছে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার ও ইবরার টিপু। কথা লিখেছেন আবদুল বারী। গত বছর প্রকাশ পায় সামিনার সর্বশেষ একক অ্যালবাম 'চলো বাঁচি'।