অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে বেশ হাসাহাসি হচ্ছে। তার সাধারণ জ্ঞানের করুণ অবস্থার কারণে তিনি দর্শকের কাছে হাসির পাত্রী হয়েছেন। সম্প্রতি 'কফি উইথ করন' অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন আলিয়া। সেখানে তাকে ভারতের রাষ্ট্রপতির নাম জানতে চাইলে আলিয়া বলতে পারেননি। পর্বটি প্রচারের পর থেকেই ভার্চুয়াল দুনিয়ায় শুরু হয়ে যায় তাকে নিয়ে ঠাট্টা। কিন্তু বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নন আলিয়া। তার মনে মানুষের ঠাট্টা-মশকরা কোনো প্রভাব ফেলতে পারেনি। কারণ আলিয়া নিজেই নিজের বোকামি নিয়ে হাসছেন। তিনি বলেন, 'আমি মোটেও মন খারাপ করিনি। বরং আমিও হাসি। নিজেকে নিয়ে নিজে হাসতে পারে, আমি সেই মানুষ।'