শুধু হলিউড নয়, সবাই যৌনতার প্রতি আবিষ্ট, এ কথা বললেন হলিউডের এক সময়ের সেক্স সিম্বল শ্যারন স্টোন। তার পরের ছবি 'ফেডিং গিগলো'-তে এক আবেদনময়ী নারীর চরিত্র নিয়ে উদয় হবেন ৫৬ বছর বয়সী এই অভিনেত্রী।
যৌনতার প্রতি হলিউডপাড়ার আচ্ছন্নতা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, এখানকার মানুষ এই মেলামেশা পছন্দ করছেন না, তা বলা যাবে না। শুধু হলিউড নয়, সব মানুষই সেক্সে প্রতি আকর্ষিত। যদি সেঙ্ না থাকত, তবে মানুষের ভবিষ্যৎ বলে কিছু থাকত না। আমার মনে হয়, এর প্রতি আকর্ষণ থাকার কারণ রয়েছে। এটা সৃষ্টিশীলতা যা সৃষ্টিকর্তা এভাবেই বানিয়ে দিয়েছেন।'