প্রথমবারের মতো একসঙ্গে কোনো বিজ্ঞাপনচিত্রে কাজ করেলেন নীলয়-ববি। শুধু কাজই নয়, বড় পর্দার এ দুই তারকার মধ্যে দেখাও হয়েছে এই প্রথম। কাজ করেছেন 'রাঙাপরী মেহেদী'র একটি বিজ্ঞাপনচিত্রে। আগামী সপ্তাহ থেকে বিভিন্ন চ্যানেলে একসঙ্গে দেখা যাবে এ জুটিকে।
এ প্রসঙ্গে নীলয় বলেন, 'এবারই প্রথম ববির সঙ্গে কোনো বিজ্ঞাপনচিত্রে কাজ করলাম। কাজ করার অভিজ্ঞতাও দারুণ। এর আগে আমাদের কখনো দেখাই হয়নি।'
আর ববির বক্তব্য হলো- 'অনেক মজার একটা কাজ। কাজটি নিয়ে আমি খুবই আশাবাদী। আমি নিশ্চিত বিজ্ঞাপনটি দর্শক-শ্রোতাদের ভাল লাগবে।'
বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। তিনি বলেন, বড় একটা সেট ফেলে আমরা পুরো কাজটি করেছি। সব মিলিয়ে অভিজ্ঞতাটা মনে রাখার মতো। আমার ধারণা যারা দেখবেন তাঁদের ভালো লাগবে।'
তিনি আরো জানান, আগামী সপ্তাহ থেকে বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটি প্রচার শুরু হবে।
বিজ্ঞাপনচিত্রটির জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন কনা।