বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন তেলেগু চলচ্চিত্রের নায়ক মানচু মনোজের সঙ্গে রোমান্সে জড়াতে যাচ্ছেন। তবে বাস্তবে নয়, সিনেমায়।
টালিউডের নায়ক মানচু মনোজের সঙ্গে 'কারেন্ট থেগা' চলচ্চিত্রে অভিনয় করবেন পাঞ্জাবি বংশোদ্ভূত কানাডিয় এই মডেল। জি নাগেশওয়ারা রেড্ডি এই চলচ্চিত্রটি পরিচালনা করবেন বলে জানা গেছে।
সানি বলেছেন, 'আমাকে টালিউডের একটি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। একটি স্ক্রিপ্ট আমার খুব ভালো লেগেছে। আলোচনা চলছে। সব ঠিকঠাক থাকলে আমি চুক্তিপত্রে স্বাক্ষর করতে পারি।'
এদিকে 'ওরু ওরলা রেনদু রাজা' আইটেম গানে অভিনয়ের জন্য তামিল চলচ্চিত্র নির্মাতা কান্নানের সঙ্গে সানির আলোচনা চলছে বলে গুজব শোনা যাচ্ছে।