বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বাচ্চন কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ১৩ বারের মতো হাঁটার সুযোগটি হারালেন।
১৪ থেকে ২৫ মে, এই ১২ দিন চলবে ৬৭তম কান চলচ্চিত্র উৎসব। এ উৎসবে যোগ দিতে পৃথিবীর নানা প্রান্ত থেকে চলচ্চিত্রের রথী-মহারথীরা এরই মধ্যে পাড়ি জমিয়েছেন ফ্রান্সের এ শহরে। কিন্তু বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বাচ্চন এদিক থেকে পড়লেন পিছিয়ে।
মুম্বাই এয়ারপোর্টে মেয়ে আরাধ্যকে নিয়ে কানের উদ্দেশে ফ্রান্সে রওনা হয়েছেন কাজরারে সুন্দরী ঐশ্বরিয়া। তবে কেন লাল গালিচায় পৌঁছতে পারলেন না এ অভিনেত্রী? দাম্পত্য জীবনের ঝামেলাই কি কানের লাইমলাইটে আসার সুযোগ থেকে বঞ্চিত করল ঐশ্বরিয়াকে! না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।