২৪ মে বিয়ে করতে যাচ্ছেন হলিউড তারকা কিম কারদেশিয়ান ও ক্যানি ওয়েস্ট। ১৬শ' শতাব্দীতে তৈরি ইতালির ফ্লোরেন্সের বেলভেদেরে ফোর্টে তারা বিয়ে করতে যাচ্ছেন বলে শহরটির মেয়রের দফতর জানিয়েছে।
ফ্লোরেন্সের মেয়রের দফতরের একজন নারী মুখপাত্র জানান, কিম ও ক্যানি দম্পতি ৩ লাখ ইউরো দিয়ে ফোর্টটি ভাড়া করেছেন। একজন প্রটেস্টান্ট মন্ত্রী বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা করবেন বলেও মুখপাত্র জানান।
ক্যানি ওয়েস্ট ২০১৩ সালের অক্টোবরে রিয়েল্যাটি তারকা কিমকে তার ৩৩তম জন্মদিনে বিয়ের প্রস্তাব দেন। কিমের বয়স ৩৩।
ক্যানির এটা প্রথম বিয়ে হলেও কিম এর আগে দুইবার বিয়ে করেছেন। তবে কিম বা ক্যানি কারো তরফ থেকেই এখনো বিয়ের কথা নিশ্চিত করা হয়নি।