পশ্চিমবঙ্গে এবার ভারতীয় লোকসভা নির্বাচনে তারকা প্রার্থীদের ঢল। তাদের বেশির ভাগই নির্বাচনে জয়ী হয়েছেন। নির্বাচনে অংশ নিয়েছেন অভিনয়শিল্পী মুনমুন সেন, সন্ধ্যা রায়, তাপস পাল, দেব, অর্পিতা ঘোষ এবং শতাব্দী রায়। সংগীতশিল্পীদের মধ্যে অংশ নিয়েছেন বাবুল সুপ্রিয়, বাপ্পি লাহিড়ী এবং ইন্দ্রনীল সেন। আরও অংশ নিয়েছেন জাদুশিল্পী পি সি সরকার জুনিয়র। নির্বাচনে বিভিন্ন দলের টিকিটে লড়েছেন তারা।
জয়ী তারকাদের মধ্যে সুচিত্রা সেনের মেয়ে তৃণমূল কংগ্রেসপ্রার্থী মুনমুন সেনের নাম সবার আগে ঘোষণা করা হয়। তিনি বাঁকুড়া থেকে সিপিএম প্রার্থী বাসুদেব আচারিয়াকে পরাজিত করেছেন। আরেক সুপারস্টার দেব ঘাটাল থেকে বিজয়ী হয়েছেন সিপিএম প্রার্থী সন্তোষ রানাকে হারিয়ে। অন্যদিকে বিজেপি প্রার্থী গায়ক বাবুল সুপ্রিয় বিজয়ী হয়েছেন আসানসোল থেকে। তৃণমূল প্রার্থী অভিনেত্রী সন্ধ্যা রায় মেদিনিপুর থেকে বিজয়ী হয়েছেন। কৃষ্ণনগর থেকে বিজয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অভিনেতা তাপস পাল। বালুরঘাট থেকে নাট্যকর্মী অর্পিতা ঘোষ বিজয়ী হয়েছেন। বীরভূম থেকে বিজয়ী হয়েছেন অভিনেত্রী শতাব্দী রায়।
আর এদিকে পরাজিত হয়েছেন মাত্র তিনজন তারকা। বিজেপি প্রার্থী জাদুশিল্পী পিসি সরকার জুনিয়র, সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী এবং ইন্দ্রনীল সেন।
পিসি সরকারের জাদু কাজে আসেনি বারাসাত অঞ্চলে। একই দলের প্রার্থী বাপ্পি লাহিড়ীও মুগ্ধ করতে পারেননি শ্রীরামপুর অঞ্চলের বাসিন্দাদের। একইভাবে বহরমপুরের মানুষকেও মুগ্ধ করতে পারেননি ইন্দ্রনীল। তৃণমূলের প্রার্থী হয়েও তিনি হেরেছেন। আর পিসি সরকার জুনিয়র এবং বাপ্পি লাহিড়ী বিজেপির প্রার্থী হওয়ার পর থেকেই সমালোচিত হচ্ছিলেন। কিন্তু তারা হারলেও তাদের দল সরকার গঠন করছে।