হলিউড ছবিতে উঠে আসছে এক প্রবাসী বাংলাদেশির জীবনের গল্প। অস্কার বিজয়ী নির্মাতা ক্যাথরিন বিগেলো নির্মাণ করছেন 'দ্য ট্রু অ্যামেরিকান' শিরোনামের ছবি। প্রধান চরিত্রে অভিনয় করবেন টম হার্ডি। এই ছবির একটি অংশে বাংলাদেশি অভিবাসী রইসুদ্দিন ভূঁইয়ার কাহিনী তুলে ধরা হবে। আনন্দ গিরিধরাদাসের লেখা নন-ফিকশনধর্মী 'দ্য ট্রু অ্যামেরিকান : মার্ডার অ্যান্ড মার্সি ইন টেক্সাস' গ্রন্থ অবলম্বনে ছবিটি নির্মিত হবে। যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর টেক্সাস অঙ্গরাজ্যের একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত এ গ্রন্থ এরই মধ্যে প্রকাশ হয়েছে। এই গ্রন্থের মধ্যে রইস ভূঁইয়ার কথা উল্লেখ রয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে 'অ্যারাব স্নেয়ার' বা 'আরবের অভিবাসীদের হত্যাকারী' হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কুখ্যাত মার্ক অ্যান্থনি স্ট্রোম্যান। ছবির একটি অংশে বাংলাদেশ বিমান বাহিনীর প্রাজ্ঞ ব্যক্তি ও ডালাসের মুসলমান অভিবাসী রইসুদ্দিন ভূঁইয়ার গল্পও উঠে আসবে। যুক্তরাষ্ট্রে গিয়ে নিজ চেষ্টা, পরিশ্রম ও মেধার জোরে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন তিনি। ২০০১ সালের ২১ সেপ্টেম্বর টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের একটি গ্যাস স্টেশনের কাউন্টারে কাজ করছিলেন রইস ভূঁইয়া। ঠিক সে সময় মার্ক স্ট্রোম্যান সেই কাউন্টারে গিয়ে শটগান বের করে। ভয় পেয়ে রইস ক্যাশ থেকে টাকা বের করে তাকে দিতে যান। কিন্তু টাকা চায়নি মার্ক, চায় তার জীবন।