ঈদুল ফিতরে প্রকাশ পেতে যাচ্ছে এস আই টুটুলের ব্যান্ড 'ধ্রুবতারা'র নতুন অ্যালবাম 'নীল কষ্ট'। ভিন্ন ধারার গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। টুটুল বলেন, 'আমরা চেয়েছি একটু ভিন্ন ধারার গান দিয়ে অ্যালবামটি সাজাতে। এই অ্যালবামে আমি পপ ধারার কিছু গান করেছি। বেশিরভাগ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন জেকে। নীল কষ্ট, অ্যালবামে এই শিরোনামে একটি গান রয়েছে। তিনি আরও বলেন, 'আমি যেকোনো অনুষ্ঠান কিংবা কনসার্টে ব্যান্ডের ছেলেদের সঙ্গে নিয়েই অংশ নিই। আমি অনেক দিন গান করছি। একটি ব্যাপার খেয়াল করেছি, নিজের আলাদা ক্যারিয়ারের দিকে যদি মন দিই, তাহলে ব্যান্ড পিছিয়ে যায়। ব্যান্ডের ক্ষতি হয়। এটা ঠিক না।' জানালেন, নীল কষ্ট অ্যালবামটি প্রকাশ করবে ইমপ্রেস অডিও ভিশন।