প্রতি বছরের মতো এবারও ঘোষিত হয়েছে সরকারি অনুদানের ছবির তালিকা। এবার সাতটি চলচ্চিত্র অনুদান পাচ্ছে। এর মধ্যে রয়েছে পাঁচটি কাহিনীচিত্র ও দুটি শিশুতোষ চলচ্চিত্র। কাহিনীচিত্রগুলো হলো- সাজেদুল আওয়ালের 'ছিটকিনি', প্রসূন রহমানের 'সুতপার ঠিকানা', নাদের চৌধুরীর 'নদী উপাখ্যান', ড্যানি সিডাকের 'কাঁসার থালায় রুপালি চাঁদ' এবং রওশন আরা নীপার 'মহুয়া মঙ্গল'। শিশুতোষ ছবি দুটি হলো জানেসার ওসমানের 'পঞ্চসঙ্গী' ও মুশফিকুর রহমান গুলজারের 'লাল-সবুজের সুর'।
গত ৫ মে অনুদান কমিটির সভায় এই ছবিগুলো চূড়ান্ত করা হয়েছে। শীঘ্রই প্রজ্ঞাপন আকারে তা জানানো হবে। অনুদান হিসেবে প্রত্যেক নির্মাতাকে দেওয়া হবে নগদ ৩৫ লাখ টাকা, পরিচালক পাবেন ৫০ হাজার, কাহিনীকার ৫০ হাজার আর এফডিসি থেকে ১০ লাখ টাকা মূল্যের সেবা।