রিনি ও সাইফ সুখী দম্পতিই বলা চলে। তবে দুঃখ তাদের একটাই, তাদের ঘরে সন্তান নেই। সাইফ কোনো দিনই বাবা হতে পারবেন না- এটা তিনি জানেন। আর এ বিষয়টি জানান দিতে গিয়েই সাইফ তার ভালো লাগার একটি স্থানে স্ত্রী রিনিকে নিয়ে যান। ঘটে ভিন্ন এক ঘটনা। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক 'নিভৃত স্বপ্ন আবর্তে'। রচনা করেছেন ইউসুফ আলী খোকন, পরিচালনায় জুবায়ের ইবনে বকর। এ নাটকেই রিনি চরিত্রে অভিনয় করেছেন ফারাহ রুমা। নাটকের শুটিংয়ের ফাঁকে তিনি এভাবেই ক্যামেরাবন্দী হন। এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। নাটকটি ঈদে প্রচার হবে বলে জানা গেছে।