প্রকাশ হয়েছে তাহসানের নতুন গান। তার ব্যান্ড 'তাহসান অ্যান্ড সুফিজ' থেকে গানটি করা হয়েছে। 'আদর' শিরোনামের গানটি বুধবার রাতে ইউটিউবে আপলোড করা হয়। এরই মধ্যে প্রায় ১০ হাজার বার গানটি দেখা হয়েছে। শেয়ারও হয়েছে অনেকবার। তাহসান তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন, 'আমার কাজ শেষ। এবার আপনাদের পালা। কানে হেডফোন লাগিয়ে ঘর অন্ধকার করে গানটি শুনতে হবে। ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন।'
কয়েক মাস আগে তাহসান অ্যান্ড দ্য সুফিজের প্রথম গানটি অনলাইনে প্রকাশ করা হয়। তাহসান বলেন, 'পাশ্চাত্যের শিল্পীরা এমনটি করছেন। আমরা অনুসরণ করলাম।'