সম্প্রতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবনের টানাপড়েনের খবরে তোলপাড় চলছে বলিউডে। বলিউডের অন্যতম সুখী এ তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছে। এ ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাই। টুইটার বার্তায় এক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। অভিষেক লিখেছেন, 'ঠিক আছে। আমি বিশ্বাস করলাম আমি দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছি। ধন্যবাদ আমাকে বিষয়টি জানানোর জন্য। আমি কবে দ্বিতীয় বিয়ে করব সেটা কি দয়া করে জানাবেন আপনারা?' বেশ কিছুদিন শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার মন-কষাকষির গুঞ্জন চলছে বলিউডে। জয়া-ঐশ্বরিয়ার দ্বন্দ্বের খবর প্রথম চাউর হয় গত নভেম্বরে।