গালে ধুলোর মতো প্রসাধনী মাখা ভিন্ন এক মেকআপে দেখা গেল অ্যাঞ্জেলিনা জোলিকে। প্রেমিক ব্রাড পিটকে নিয়ে 'দ্য নরমাল হার্ট' চলচ্চিত্রের প্রিমিয়ারে এমন বেশেই উপস্থিত হয়েছিলেন এই হলিউড অভিনেত্রী। জোলি-পিট জুটি যখন রেড কার্পেটে দাঁড়িয়েছেন, তখনই ক্যামেরায় ধরা পড়ে জোলির এই অসচেতনতা। তার বাম গালে এবং কপালে সাদা পাউডার লেগে থাকতে দেখা যায়। আর এই মেকআপ দেখে মনে হচ্ছিল জোলির পুরো মুখে সাদা ধুলো লেগে রয়েছে। পুরো অনুষ্ঠানজুড়েই এমন অবস্থা দেখা গেলেও অবশ্য বিচলিত দেখা যায়নি জোলিকে। কিন্তু কৌতূহলীরা তার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছিলেন। এতে কিছুটা বিব্রত হয়েছেন তিনি।