'ওকে… ঠিক আছে, আমি মানলাম আমি ডিভোর্স করছি। ধন্যবাদ আমাকে এই সম্পর্কে জানানোর জন্য। কিন্তু এবার আপনারা আমাকে বলবেন যে আমি আবার বিয়ে কবে করছি?ধন্যবাদ।' এভাবেই অভিষেক ট্যুইটে তাঁর বিচ্ছেদের খবরের ক্ষোভ প্রকাশ করলেন।
অভিষেক- ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদ ঘটেছে এমন খবরে ঘুরপাক খাচ্ছে বলিউড। তখনই অভিষেকের এমন পাল্টা জবাবে বোঝা গেল এটি গুঞ্জন ছাড়া আর কিছু না।
যদিও ঐশ্বরিয়া এ বিষয়ে তেমন কিছু বলেননি। অবশ্য বলবেনই বা কিভাবে, তিনি যে বিমান বিভ্রাটে ফেঁসে।