আড়াই লাখেরও বেশি মার্জিনে জিতেও 'খোকাবাবু' হেরে গেলেন ঘরের মাঠে। ঘাটাল থেকে সবং যখন দেবের কারিশমায় আচ্ছন্ন, তখন নিজের জন্মভিটে মহিষদায় সিপিএমের কাছে পিছিয়ে পড়লেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী যিন অভিনেতা দেব হিসেবে ব্যাপক জনপ্রিয়। আড়াই লাখের বেশি ভোটে জিতেও তাই অস্বস্তি যাওয়ার নয় তার।
কেশপুরের ১৭৩ নম্বর বুথের এলাকায় নিজের সাংগঠনিক শক্তি দেখালেন দেবের চাচা শক্তিপদ অধিকারী। সিপিএমের কট্টর নেতা শক্তিবাবু ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, দেবের জয় প্রশ্নাতীত নয়।
ভাতিজার জয় সম্পর্কে তিনি বলেন, দেব জিতেছে এটা ভালো সংবাদ। তবে নির্বাচনটা সঠিকভাবে হলে, সকলে নিজের ভোট দিতে পারলে, ফলটা অন্যরকমও হতে পারতো।
দেবের গ্রাম মহিষদা কেন্দ্রে দেবের প্রাপ্ত ভোট যেখানে ২০৩, সেখানে সিপিআই প্রার্থী সন্তোষ রানা পেয়েছেন ৪৭২টি ভোট। বরাবরই বামদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই মহিষদায় সিপিএমের নেতৃত্বে রয়েছেন দেবেরই চাচা শক্তিপদ অধিকারী।
কিন্তু ঘরের মাঠে হারের ব্যাপারে পাক্কা রাজনীতিবিদের মতো 'খোকাবাবু' বললেন, যার যাকে ভালো লাগবে, তাকে ভোট দেবেন। এ নিয়ে বলার কী থাকতে পারে?