রিয়ালিটি শো 'কফি উইথ করন' এ দীপিকার প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পর থেকেই পরিণীতিকে নিজের শত্রুই মনে করেন ক্যাট। তবে পরিণতির ওপর রাগটা শুধুমাত্র এ কারনেই নয়।
জানা গেছে, সম্প্রতি জনপ্রিয় একটি ম্যাসেঞ্জারের নতুন অ্যাপসের বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন পরিণীতি ও বরুণ ধাওয়ান। আর এ বিজ্ঞাপনে ক্যাটকে মহিষের সঙ্গে তুলনা করে মজা করতে দেখা যায় মিস জুনিয়র চোপড়াকে। আর এতে পরিণীতর ওপর ভীষন চটেছেন ক্যাট।
উদ্দেশ্য প্রণোদিতভাবেই ক্যাটকে অপমান করার জন্যই এমনটি করেছেন পরিণতি বলে মনে করছেন ক্যাটরিনা। আর বিজ্ঞাপনটি যাতে বন্ধ করে দেয়া যেতে পারে সে চেষ্টাও চালাচ্ছেন তিনি।