অভিনেত্রী আমেরিকা জর্জিন ফেরেরা কান ফিল্ম ফেস্টিভ্যাল- ২০১৪’র রেড কার্পেটে দাঁড়িয়ে ক্যামেরাম্যানদের সামনে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন। এমন সময় অভিজাত পোশাক পরা এক সুপুরুষ ব্যক্তি লাল গালিচাটির ওপর দিয়ে দৌড়ে এসে শুভ্র গাউন পরিহিত মার্কিন অভিনেত্রীর পোশাকের নিচে ঢুকে লুকিয়ে পড়লেন!
শুক্রবার ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন টু’ সিনেমার প্রিমিয়ারের আগেই ঘটে যাওয়া এই ঘটনার আমস্মিকতার চমক কাটতে না কাটতেই নিরাপত্তারক্ষীরা দ্রুত এসে অভিনেত্রীর পোশাকের নিচ থেকে লুকিয়ে থাকা ব্যক্তিটিকে টেনে বের করেন। তারপরেই ওই ব্যক্তির পরিচয় উদ্ধার করা হয়- ইউক্রেনের ভিতালি সেদিউক নামের লোকটি এই ধরনের স্টান্টবাজি নাকি এর আগেও করে দেখিয়েছেন!