উর্মিলার সঙ্গে তাহসান জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন 'সম্পর্কের গল্প' নাটকে। নাটকটির কাহিনী রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মামুনূর রশিদ বান্না। তাহসান বলেন, স্ক্রিপ্ট ভালো। তাই কাজ করে ভালো লেগেছে। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে। উর্মিলা বলেন, এর আগে তাহসান ভাইয়ার সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলাম। তবে সে নাটকে আমি অতিথিশিল্পী ছিলাম। এ নাটকে প্রধান চরিত্রে কাজ করেছি। চেষ্টা ছিল চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার। দর্শকের ভালোলাগলেই আমার কষ্ট সার্থক হবে। নাটকটি প্রযোজনা করেছে 'টম ক্রিয়েশন্স'। নাটকে তাহসানের যাত্রা শুরু ২০০৪ সালে।
সম্প্রতি তিনি রেদওয়ান রনির নির্দেশনায় 'মরীচিকা' চলচ্চিত্রে অভিনয়ে চুক্তিবদ্ধ হন। অন্যদিকে উর্মিলা অভিনীত এজাজ মুন্না পরিচালিত 'যোগাযোগ গোলযোগ' ধারাবাহিক নাটকটি এনটিভিতে প্রচার হচ্ছে। সম্প্রতি 'তাহসান অ্যান্ড সুফিজ'-এর নতুন একটি গান ইউটিউবে আপ করেন তাহসান। গানটির শিরোনাম 'আদর'। রচনা ও সুর করেছেন শিল্পী নিজেই। নিজের ফেসবুক এবং ফ্যানপেজে গানটি শেয়ার করেছেন তাহসান। তিনি বলেন, 'এখন গানে অর্থপ্রাপ্তি ঘটে না। উল্টো গাঁটের পয়সা দিয়ে অ্যালবাম করে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোকে দিতে হয়। এ অবস্থায় শ্রোতারা যেন বঞ্চিত না হন সে বিবেচনায় এখন থেকে একটি করে গান ইউটিউবে দেব।'