৬৭তম কান চলচ্চিত্র উৎসবে নানা দেশের নির্মাতা, অভিনেতা, কলাকুশলীদের মেলা বসেছে। তবে কেবল তারাই নন, এসেছেন এক ভাস্করও। আর সঙ্গে নিয়ে এসেছেন সত্যজিৎ রায়কে। কানের সমুদ্রতটে বালু দিয়ে এই চলচ্চিত্র নির্মাতার ভাস্কর্য তৈরি করেছেন উড়িষ্যার ভাস্কর সুদর্শন পাটনায়েক। ছয় ফুট লম্বা ভাস্কর্যটি উদ্বোধন করেন ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে আরও ছিলেন হিন্দি সিনেমার নির্মাতা রমেশ সিপ্পি এবং দক্ষিণের তারকা কমল হাসান।
সত্যজিৎ রায়ের ছয় ফুট লম্বা ভাস্কর্যটি তৈরি করতে পাটনায়েক ব্যবহার করেছেন পাঁচ টন বালু। সেই সঙ্গে ছয় ফুট দীর্ঘ তাজমহলও তৈরি করেছেন তিনি। ইন্ডিয়া ট্যুরিজম প্যারিস এবং এয়ার ইন্ডিয়ার সহযোগিতায় কানে আসতে পেরে ভীষণ খুশি এই শিল্পী। এ বছর ভারতের চতুর্থ শীর্ষ বেসামরিক পদক পদ্মশ্রীতে ভূষিত এই ভাস্কর ৫০টিরও বেশি আন্তর্জাতিক আয়োজন ও উৎসবে অংশ নিয়েছেন।