কমনওয়েলথ গেমস ২০১৪ সালের আসর বসছে স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতে। এ বছর গেমসের সাংস্কৃতিক আয়োজনের অংশ টিন ফরেস্ট থিয়েটার উৎসবে প্রথমবারের মতো অংশ নিচ্ছে কোনো বাংলাদেশের নাটক। 'দক্ষিণা সুন্দরী' নামের নাটকটির রচয়িতা শাহমান মৈশান, নির্দেশক সুদীপ চক্রবর্তী। নির্দেশক জানান, নাটকে সুন্দরবনের পটভূমিতে 'গীত, নৃত্য, বাদ্য' সহকারে সর্বপ্রাণবাদী পাঁচালি আকারে উপস্থাপন করা হয়েছে বাংলার রূপ। উপস্থাপনে অনুসরণ করা হয়েছে আখ্যানরীতি। 'দক্ষিণা সুন্দরী' এক জোড়া মানব-মানবীর গল্প। পুরুষ চরিত্রের নাম বনা আর নারী চরিত্র চন্দ্রে। নাটকটিতে আরও উঠে এসেছে একটি জাতি-গোষ্ঠীর প্রোথিত বিশ্বাস আর সভ্যতার বিবর্তনে প্রকৃতির সঙ্গে মানুষের বৈরিতা। বাংলাদেশের নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে ১৩, ১৪ ও ১৫ জুন।