১৯৯৮ সালের পর আবারও 'গডজিলা' আসছে দুনিয়া কাঁপাতে। থ্রি ডি প্রযুক্তিতে নির্মিত 'গডজিলা' সারা বিশ্বের সঙ্গে এবার ঢাকার ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় প্রিমিয়ার শো। ২৩ মে থেকে চলবে ছবিটি।
গ্যারিথ অ্যাডওয়ার্ড পরিচালিত অ্যাকশন, অ্যাডভেঞ্জার এবং সায়েন্টিফিক ধাঁচের ছবিটিতে অভিনয় করেছেন অ্যারন টেলর, এলিজাবেথ ওলশেন, ব্রায়ান ক্রামটোন এবং লিন ওয়াটানাবে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মনস্টারের ভয়ানক তাণ্ডবে পৃথিবী যখন ধ্বংসের পথে তখন কয়েকজন সাহসী যোদ্ধা বৈজ্ঞানিকের হার না মানা প্রচেষ্টা নিয়ে এ ছবিটি নির্মিত হয়েছে।