পৃথিবীর সব দেশেই বিয়ের নিজস্ব রীতি-নীতি রয়েছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়, আর তাই দর্শকদের জন্য আরটিভির বিয়ে নিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজন লাক্স ব্রাইডাল শো। শারমিন লাকীর উপস্থাপনায় ও শাহরিয়ার ইসলামের প্রযোজনায় আরটিভির নিয়মিত এ আয়োজনে থাকছে বিয়ের প্রয়োজনীয় সব তথ্য। থাকছে তারকাদের বিয়ের খবরাখবর এবং ব্রাইডাল ফ্যাশন শো। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৯টা ৫০ মিনিটে।