আসন্ন মুভি 'বিবি জাসুস' এ গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের বাঙালি অভিনেত্রী বিদ্যা বালানকে। এজন্য তিনি বাস্তবজীবনের প্রকৃত গোয়েন্দাদের সঙ্গে দেখা করছেন। গোয়েন্দাদের কাজের ধরন সম্পর্কে জানতে তিনি বিশেষ করে মহিলা গোয়েন্দাদের সঙ্গে দেখা করছেন। বলা যায়, হোমওয়ার্ক করে নিচ্ছেন।
মুভিটির নির্মাতাদের ভাষায়, বেশির ভাগ গৃহিনীরাই পার্ট টাইমে গোয়েন্দাগিরি করে থাকেন। মুভিটির পরিচালক দিয়া মির্জা ও তার বন্ধু সাহিল সাঙ্ঘা। মুক্তির দিন এখনো ঠিক হয়নি।