জিও টিভি এবং মডেল-অভিনেত্রী বীনা মালিক ও তার স্বামী আসাদ খাতাকের বিরুদ্ধে পুলিশকে মামলা করতে নির্দেশ দিয়েছে পাকিস্তানের একটি আদালত। তাদের বিরুদ্ধে টিভি অনুষ্ঠানে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার জিও টিভির ‘উঠো জাগো পাকিস্তান’ অনুষ্ঠানে হযরত মুহাম্মদ (সঃ) এর পরিবারের সদস্যদের অপমান করা হয়েছে বলে অভিযোগের প্রেক্ষিতে এই নির্দেশ দেন পাঞ্জাবের ওকারা জেলা জজ।
অনুষ্ঠানটিতে অতিথি ছিলেন বীনা ও তার স্বামী। ইতিমধ্যে অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছে জিও টিভি। দর্শকদের অনুভূতিতে আঘাত লাগায় উপস্থাপক লোদিও ক্ষমা চেয়েছেন। এছাড়া গুজরানওয়ালা জেলার আরেকটি আদালত অভিযুক্তদের ২৯ মে হাজির হতে সমন জারি করেছে।
পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পামরা) ইতিমধ্যে জিও এন্টারটেইনমেন্টকে শোকজ নোটিশ পাঠিয়েছে। পামরা বলেছে, অনুষ্ঠানটির বিরুদ্ধে ফোনে এবং ওয়েবসাইটের মাধ্যমে পাঁচ হাজারের বেশি অভিযোগ এসেছে তাদের কাছে।