রণবীর-আনুশকার অন স্ক্রিন কেমিস্ট্রি ফের দেখা যাবে 'দিল ধারকানে দো' ছবিতে। রণবীর দীপিকার সঙ্গে গোপনে প্রেম করলেও তিনি জানালেন, আনুশকার সঙ্গে নাকি তার গভীর বন্ধুত্ব এবং আগামী দিনেও তিনি আনুশকার সঙ্গে অনেক কাজ করতে চান।
রণবীর জানিয়েছেন, 'আমাদের মধ্যে যোগাযোগ রয়েছে। আমাদের খুব ভাল আর প্রফেশনাল সম্পর্ক রয়েছে। আমি বিশ্বাস করি আনুশকা সবচেয়ে ভাল অভিনেত্রীদের মধ্যে একজন। আমরা স্পেশাল কেমিস্ট্রি শেয়ার করি। অমি ওর সঙ্গে আরও কাজ করতে চাই। যদিও মাঝে অনেক সময় চলে গেছে।'
'দিল ধারকানে দো' ছবিতে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে রণবীরের বোনের চরিত্রে। এছাড়াও ছবিতে রয়েছেন ফারহান আখতার, অনিল কাপুর এবং শিফেইল শাহ।
ছবিটি পরিচালনা করছেন জোয়া আখতার। ছবিটি প্রযোজনা করছেন রিতেশ সিদওয়ানি ও ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট।
আপাতত ছবির শ্যুটিং চলছে। আগামী বছরের জুনে সম্ভবত মুক্তি পাবে ছবিটি।