তরুণ পরিচালক আহসান সারোয়ারের পরিচালনায় মুক্তি পেতে যাচ্ছে দেশের সর্বপ্রথম শিশুতোষ ভৌতিক চলচ্চিত্র 'আমরা করবো জয়'। চলচ্চিত্রটির দৃশ্য ধারণে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও বেশ দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে কাজটি যথাসময়ে সম্পন্ন করতে সক্ষ হয়েছেন পরিচালক। ব্ল্যাক শাইন প্রডাকশন হাউস লিমিটেড প্রযোজিত চলচ্চিত্রটির সম্পাদনার কাজ খুব শীঘ্রই শেষ করে বিদেশ থেকে এর সাউন্ড ইফেক্ট ও কালার গ্রেডিং করা হবে।
সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদার ও শামীম আলম বুলেট পরিচালিত অসাধারণ কিছু গানের সংযুক্তিতে 'আমরা করবো জয়' একটি নতুন মাত্রা বহন করছে যাহা দর্শক শ্রোতাদের মনকে বিশেষভাবে আলোড়িত করবে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদারসহ অন্যান্য শিশু শিল্পীরা।
চলচ্চিত্রটিতে বিভিন্ন শিশুতোষ চরিত্রে আহসান সাদাফ, অকিক অর্ণব, নিপা, আকিব হায়দার, সাজিদ, কনিকা, এহসানুল হক, আব্দুল হক, তাপশ কুমার, রিও, ইফতি আহমেদ, সুমি, আজরুলসহ অনেকে অভিনয় করেছেন। চিত্রশিল্পী কামরুল হাসান রুবেল দক্ষ হাতে চলচ্চিত্রটির প্রতিটি চরিত্র সুক্ষ্মভাবে ধারণ করেছেন এবং সম্পাদনার কাজ করেছেন পরিচালক আহসান সারোয়ার।