ঐশ্বরিয়ার সিনেমায় ফিরে আসা নিয়ে বলিউডের বাতাসে নিত্য নতুন গুঞ্জন ভেসে বেড়ায়। তবে সব গুজব, সব তর্ককে ধূলিসাৎ করে পরিচালক সঞ্জয় গুপ্তা জানিয়ে দিলেন ঐশ্বরিয়া ফিরছেন তাঁর ছবিতেই।
পরিচালক সঞ্জয় ট্যুইট করে জানিয়েছেন, 'মহিলা চরিত্র নির্ভর এক ছবিতেই সিনেমায় ফের নিয়ে আসছি ঐশ্বরিয়াকে। এই ছবি তাঁকে একেবারে নতুন পরিচয় দেবে। রোম্যান্টিক থ্রিলারই হল এই জসবা ছবি।'
জানা গেছে, মেয়ে আরাধ্যর জন্যই নিজেকে সিনে পর্দা থেকে সরিয়ে নিয়েছিলেন ঐশ্বরিয়া। তবে শুধু সঞ্জয় গুপ্তাই নয়, মণি রত্নম ও প্রল্লাদ কক্কড়ের ছবিতেও দেখা যাবে এই বিশ্ব সুন্দরীকে।