সেজেগুজে বলিউড থেকে তিন নায়িকা পাড়ি দিয়েছেন ফ্রান্সের কান শহরে। মল্লিকা শেরাওয়াত, সোনম কাপুর আর ঐশ্বরিয়া রায় বাচ্চন। প্লেন ধর্মঘট থাকায় ঐশ্বরিয়া দেরিতে পৌঁছালে বলিউডের হয়ে মল্লিকা কিছুটা স্টেজ সামলালেও, আসল ক্রিম খেয়ে বেরিয়ে যান সোনাম কাপুর।
কালো ইভিনিং গাউনে বলিউডের এই ফ্যাশন ডিভা নজর কেড়ে নেন সবার। দেশি-বিদেশি সংবাদমাধ্যমের ক্যামেরার ফ্ল্যাশে উজ্জ্বল হয়ে ওঠেন অনিল কন্যা সোনাম কাপুর।
জানা গেছে, ২০ তারিখ মণীশ মালহোত্রার পোশাকে ঐশ্বরিয়া নামবেন লাল কার্পেটে।