বিনা কর্তনে ছাড়পত্র পেল পারভেজ ফিল্মস-এর ৩৫তম প্রযোজনার ছবি ‘অদৃশ্য শত্রু’। আজ সেন্সর বোর্ড এ ছাড়পত্র প্রদান করে। নতুন মুখ উপহার দেয়ার ক্ষেত্রে মাসুদ পারভেজের এই প্রযোজনা সংস্থা বরাবরই চমক সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় তৈরি হয়েছে ছবিটি। আর চমক হিসেবে উপহার দিয়েছেন দু’জন পরিচালক এবং দু’জন নায়ক-নায়িকা। পরিচালকের মধ্যে একজন হচ্ছেন ছোট ভাই কামাল পারভেজের ছেলে আকিব পারভেজ এবং অন্যজন নিজের ছেলে মাশরুর পারভেজ। আর নায়ক-নায়িকা হিসেবে উপহার দিলেন সোহেল রানার ছেলে ইয়ুল রাইয়ান এবং তার সঙ্গে নতুন নায়িকা লাস্যময়ী প্রিয়া আমানকে।
ছবিতে প্রিয়া আমানের বিপরীতে জায়েদ খান ও নবাগত ইয়ুল রাইয়ানকে দেখা যাবে। ছবিটি নিয়ে প্রিয়া আমান বলেন, ‘এ ছবিতে আমি পুলিশ অফিসারের একমাত্র মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আর আমি একটু ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি। নিজের শত্রু বা বন্ধু কে তা বুঝতে পারি না। তাই আমাকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটতে থাকে। এটি আমার অভিনীত প্রথম ছবি। আশা করছি, দর্শকরা পছন্দ করবেন।’
অন্যদিকে জায়েদ খান বলেন, ’নবাগত এ দুইজনের সঙ্গে কাজ করতে কোনো সমস্যা হয়নি। অভিনেতা-অভিনেত্রী হিসেবে তারা দু’জনেই অনেক উঁচু মানের। ফ্লিম পাড়ায় টিকে থাকতে যেসব গুণাবলী প্রয়োজন তার সবই রয়েছে ইয়ুল ও প্রিয়ার মাঝে। ছবিটির রসায়ন খুবই চমত্কার। আশা করি দর্শকরা উপভোগ করবে।’