কুইন বক্স অফিসে সুপার হিট৷ তবে বক্স অফিসে টিকতে পারেনি রিভলবার রানী৷ তবুও রানীসুলভ আদব কায়দা একেবারেই যায়নি বলিউডের নতুন রানী কঙ্গনা রানাওয়াতের৷ কঙ্গনার কেরিয়ার এখন তুঙ্গে৷ একের পর এক ছবিতে সই৷ পরিচালকের কাছে কঙ্গনা হট ফেভারিট৷ তাই একটু আধটু ভাব না নিলেই নয়। তাই তো বিয়ে বাড়িতে নাচার সুযোগ আসলে প্রথমেই নাকচ করে দিলেন কঙ্গনা৷ অনেক কষ্ট করেও রাজি করানো যায়নি তাবে।
বিয়ে পার্টি ভেবেছিলেন টাকা ফেললেই কঙ্গনা নামক বলিউডি বুলবুল টুক করে নেচে উঠবেন, কিন্তু সেই গুড়ে বালি দিয়ে কঙ্গনা তিন কোটির অফারকে একেবারে নাকচ করেছেন৷ কঙ্গনা জানিয়েছেন, ‘সিনেমায় অভিনয় করাটা আমার কাজ৷ কারও বিয়ে বাড়িতে নেচে পয়সা বানাতে চাই না৷ যদি তাই করতে হত তাহলে অনেক আগেই করতে পারতাম৷ যাঁরা করে থাকেন, তাঁদের ব্যক্তিগত ব্যাপার৷ আমি এই সবে নেই৷’
আপাতত, কঙ্গনা ব্যস্ত সুজয় ঘোষের নতুন ছবি ‘দুর্গারানী’ নিয়ে৷