দীর্ঘ খরা শেষে স্বস্তির বৃষ্টি নেমেছে সিনেমা হলে। হল মালিক এবং দর্শকরা এখন খুশি। প্রেক্ষাগৃহে আবার সব শ্রেণীর দর্শকের ঢল নেমেছে। কারণ তারা মনের মতো ছবি দেখতে পাচ্ছেন। ১৬ মে মুক্তি পেয়েছে 'যুদ্ধশিশু' এবং 'আমি শুধু চেয়েছি তোমায়' চলচ্চিত্র দুটি। বাংলাদেশের গর্ব মুক্তিযুদ্ধ নিয়ে ভারতে নির্মিত চলচ্চিত্র 'যুদ্ধশিশু' দর্শকের কথায় অসাধারণ হয়েছে। মৃত্যুঞ্জয় দেবব্রত পরিচালিত ও রাইমা সেন, ভিক্টর ব্যানার্জি, ফারুক শেখ, ইন্দ্রনীল অভিনীত এ ছবিটি ঢাকার ৮টিসহ দেশের ১২ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রদর্শক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুদীপ্ত কুমার দাশ জানান, ছবিটির ওপেনিং গড় কালেকশন ছিল শতকরা ৭০ ভাগ। অর্থাৎ এটি হিটের তালিকায় নাম লিখিয়েছে। আগ্রহ নিয়ে ছবিটি দেখছেন দর্শক। কারণ দর্শকের মতে, যুদ্ধকালীন পাকবাহিনী ও তাদের দোসরদের হাতে নারী-শিশুসহ আবালবৃদ্ধবনিতার নির্যাতনের ভয়াবহতা সুনিপুণ ও বিশ্বাসযোগ্যভাবে ছবিতে তুলে ধরা হয়েছে। ছবিটির চিত্রায়নে আনা হয়েছে বৈচিত্র্য। সবুজ-শ্যামল গ্রামবাংলার অপার সৌন্দর্য চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। গল্প এবং নির্মাণের পাশাপাশি এর প্রযুক্তিগত মানও উন্নত। চমৎকার ফটোগ্রাফি এবং কালার নজর কেড়েছে সবার। দর্শক চাহিদা মেটাতে আগামী সপ্তাহে আরও কয়েকটি সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে বলে জানান সুদীপ্ত দাশ।
অন্যদিকে যৌথ প্রযোজনার চলচ্চিত্র 'আমি শুধু চেয়েছি তোমায়' এরও একই চিত্র। দর্শক পছন্দের তালিকায় যুক্ত হয়েছে চলচ্চিত্রটি। এর গড় ওপেনিং কালেকশন ছিল শতকরা ৯০ ভাগ। মোট ৬৭টি সিনেমা হলে মুক্তি পায় এটি। সব হলেই উপচেপড়া দর্শক আর টিকিটের জন্য হাহাকার। যশোরের মনিহার প্রেক্ষাগৃহে প্রথম দিনের আয় রেকর্ড গড়েছে। এ দিনের আয় ছিল ২ লাখ ২১ হাজার টাকা, যা প্রাচীন এই প্রেক্ষাগৃহটি প্রতিষ্ঠার পর এই প্রথম। অন্য প্রেক্ষাগৃহেরও একই অবস্থা। দর্শকের কথায় অনন্য মামুন ও অশোকপতি নির্মিত এবং মামুনের অসাধারণ রচনায় রোমান্টিক-অ্যাকশন ধাঁচের এ ছবিটি নির্মাণ, গল্প, অভিনয় এবং কারিগরি মান মন ছুঁতে পেরেছে। বিশেষত মিশা সওদাগরকে এ ছবিতে নতুন রূপে খুঁজে পাওয়া গেছে। অসাধারণ অভিনয় করেছেন তিনি। অংকুশ-শুভশ্রীর কাজও মনে রাখার মতো। গান এ ছবির প্রাণ। হৃদয় খানের সংগীত নিঃসন্দেহে হৃদয় ছুঁয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো নির্মাতাদের গল্প বলার ঢংয়ে নতুনত্ব ছিল বলে ছবিটি দর্শক লুফে নিয়েছেন। আগামী সপ্তাহে আরও ৫০টি সিনেমা হলে মুক্তি পাবে 'আমি শুধু চেয়েছি তোমায়'। চলচ্চিত্র দুটি একই দিন ভারতে মুক্তি পেয়েও একইভাবে সাড়া জাগায়।