নতুন দুটি অ্যালবাম নিয়ে কিছু বলুন।
একটি আধুনিক গানের আর একটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম করেছি। আধুনিক গানের অ্যালবামটির নাম 'আধেক নামে ডাক আমায়' আর রবীন্দ্রসংগীতের অ্যালবামটির নাম এখনো ঠিক করিনি। আশা করছি ঈদে অ্যালবামটি প্রকাশ করব।
হঠাৎ করে রবীন্দ্রসংগীতের অ্যালবাম করার ইচ্ছা হলো কেন?
আমার অনেক দিনের ইচ্ছা রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম করার। কারণ, আমি ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীত গেয়ে বড় হয়েছি। তারপর আস্তে আস্তে আধুনিকে মনোনিবেশ করেছি। অনেক দিন ধরে অ্যালবামটি করার চিন্তা করছিলাম; কিন্তু স্টেজ শো আর দেশের বাইরের প্রোগ্রামের জন্য সময় করতে পারছিলাম না। অবশেষে অ্যালবামটির কাজ শেষ করেছি। ইচ্ছা আছে আধুনিক গানের অ্যালবামটির পর রবীন্দ্রসংগীতের অ্যালবামটি প্রকাশ করব।
অডিও প্রতিষ্ঠানগুলোর যা অবস্থা, এতে করে আপনার গানগুলো শ্রোতাদের কান পর্যন্ত পৌঁছবে তো?
এ প্রশ্নটা আমার নিজেরও। আমরা শিল্পীরা আজ অডিও প্রতিষ্ঠানগুলোর কাছে জিম্মি। তারা আমাদের যা বোঝায় আমরা তাই বুঝি। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার গানের অ্যালবামগুলো অনলাইনে প্রকাশ করব। অন্তত মানুষ গানগুলো শুনতে পারবে।
বর্তমানে সংগীতাঙ্গনে অনেক নতুন শিল্পী এসেছে। তারা কেমন করছে বলে আপনি মনে করেন?
আমি মনেপ্রাণে চাই নতুনরা আসুক এবং ভালো গান করুক। অনেকে ভালো গানও করছে; কিন্তু দুঃখের বিষয় কিছুদিন পরই তারা কেমন যেন নিস্তেজ হয়ে পড়ে। এটি খুবই খারাপ দিক। সত্যি কথা কি, কেউ কারও জায়গা দখল করতে পারে না। সুতরাং ঝড়ের গতিতে আসা শিল্পীরা আমাদের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না।
তাদের উদ্দেশে কি আপনার কিছু বলার আছে?
আমার বলার শুধু এটুকুই, তারা যেন সব সময় গানকে চর্চার মধ্যে রাখে। নতুনদের মধ্যে আরও একটি বিষয় এখন দেখা যায়, তারা সিনিয়রদের সম্মান করতে জানে না। তাদের মধ্যে সব সময় কাজ করে ওরা স্টার। সুতরাং সিনিয়রদের সম্মান করতে ভুলে যায়। সবারই মনে রাখা উচিত, সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না।
দেশের বাহিরের শোগুলোতে কেমন সারা পান
প্রায় প্রতি বছর আমরা দেশের বাহিরে বিভিন্ন প্রবাসিদের আমন্ত্রনে গান গায়তে যায়। তারা আমাদেরকে তাদের কাছে পেয়ে অনেক আনন্দিত হয়। অনেক ভালোলাগা খারাপলাগা আমাদের সঙ্গে ভাগ করে নেয়। তারা আমাদের তাদের পছন্দের গানগুলো গায়তে বলে, আমরা তাদের পছন্দের গানগুলো গাওয়ার চেষ্ঠা করি। কিন্তু আগে যে পরিমানে দেশের ভালো ভালো শো হত এখন তার পরিমান কমে গেছে।
গান গাওয়ার ক্ষেত্রে কোন বিষয়ের ওপর বিশেষ লক্ষ্য রাখেন?
প্রথমত লিরিক বারবার পড়ি। নিজের মধ্যে কথাগুলো ধারণ করি। চলচ্চিত্রের গান হলে গায়কীর ওপর জোর দিই। এ ছাড়া কথাগুলো স্পষ্ট করে উচ্চারণ করি। সুরটাকে আত্দস্থ করি যেন কোথাও বেরিয়ে না যায়। গান গাওয়ার আগে নিজেকে একজন ছাত্র হিসেবে মনে করি। মনে হয় সামনে পরীক্ষা, তাই ভালো কিছু করার জন্য নিজেকে তৈরি করি।
- আলী আফতাব