২০১২ সালের একজন লাক্সতারকা জেবিন আহমেদ। অন্য অনেক লাক্সতারকার মতো খুব দ্রুত তার এগিয়ে চলা না হলেও অভিনয়ে নিজেকে জেবিন এরই মধ্যে প্রমাণ করতে পেরেছেন। যে কারণে এখন তার কাজের ব্যস্ততা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। তাই অভিনয় এবং উপস্থাপনা বলা যায় দুটোই চলছে এখন সমানতালে। একজন লাঙ্তারকা হওয়ার পর জেবিন প্রথম অভিনয় করেন অনন্য ইমনের পরিচালনায় 'পকেট সাবধান' নাটকে। এ নাটকে তার সহশিল্পী ছিলেন সুজন ও প্রভা। এরপর জেবিন শহীদুন্নবীর 'গাঁয়ের বধূ', এজাজ মুন্নার ধারাবাহিক 'আসিন', গৌতম কৈরীর ধারাবাহিক 'কাঁচের ক্যানভাস'সহ আরও বহু নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। খুব অল্প সময়ে কাজ করতে এসে তিনি তৌকীর আহমেদের মতো গুণী পরিচালকের নির্দেশনাতেও কাজ করাটাকে সৌভাগ্যও মনে করেন। অভিনয়ের পাশাপাশি জেবিন দেশটিভির ফ্যাশনবিষয়ক ম্যগাজিন অনুষ্ঠান 'স্টাইল অ্যান্ড ফ্যাশন' অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করছেন। জেবিন এরই মধ্যে সাখাওয়াত হোসেন মানিকের পরিচালনায় 'তৃষ্ণা' এবং অনন্য ইমনের পরিচালনায় 'ওশান ব্লু' নাটকের কাজ শেষ করেছেন।