'অ'এর গল্প
অবৈধ প্রেমের বলি এক তরুণী ও তার প্রেমিকের গল্প নিয়ে আজকের 'অ'এর গল্প। অপরাধ, অলৌকিক, অন্ধকার বিষয়ক এই ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। শামীম শাহেদ-এর উপস্থাপনায় 'অ-এর গল্প' ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। এই পর্বটিতে অভিনয় করেছেন সুজাত শিমূল, সোনিয়া, কামরুল হাসান, ফিরোজ খান, সালতানাত শুপ্ত প্রমুখ। আমাদের চারপাশের অপরাধের বাস্তব ঘটনা নিয়ে এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে।
চটজলদি রান্না
নওমী কামরুন বিধুর পরিচালনায় এবং সৃষ্টিও উপস্থাপনা রান্না বিষয়ক অনুষ্ঠান 'চটজলদি রান্না'। এটি প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেশ টিভিতে। 'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্নিমার চাঁদ যেন ঝলসানো রুটি'- তবে কবি যদি হতেন ইদানিংকার লেখক তাহলে চাঁদ হয়ে যেত 'বাটার নান' কিংবা 'রোমালী রুটি'। দিন যত এগোচ্ছে মানুষের খাদ্যাভ্যাসে সংযোজিত হচ্ছে নানান বৈচিত্রময় সব খাবারের তালিকা।
উদ্ভাবিত হচ্ছে নানান এঙ্টিক সব রান্নার রেসিপি। উপকরণগুলোকে একটু এদিক ওদিক করে একটা সাধারন রান্নাও হয়ে যেতে পারে অসাধারন।
'ভালোবাসা কারে কয়'
একুশে টেলিভিশনে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক 'ভালোবাসা করে কয়'। মোবারক দুর্বারের রচনা এবং জাহাঙ্গীর আলম সুমনের পরিচালায় 'ভালোবাসা কারে কয়' ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড. ইনামুল হক, অপর্ণা, মীর সাবি্বর, হুমায়রা হিমু, আবিদ রেহান, শিরিন আলম, রমিজ রাজুসহ আরও অনেকে। নাটকটি একুশে টেলিভিশনে প্রতি মঙ্গল এবং বুধবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে।
টক্কোনাথ
এনটিভিতে আজ রাত ৯.৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'টক্কোনাথ'। নাটকটি প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। ওয়াহিদ আনামের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- এটিএম শামসুজ্জামান, হাসান মাসুদ, মৌসুমী হামিদ, সিদ্দিক, আরফান, ম ম মোর্শেদ, শবনম পারভীন, শামীমা নাজনীন, খান মোহম্মদ ইউসুফ প্রমূখ। 'চামারু কামারু দুই ভাই। ছোটবেলা থেকেই তারা নানা ধরনের চুরি বাটপারি ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। ঢাকায় এক উঁচু পর্যায়ের নেতার বাসায় চুরি করার পর পুলিশ প্রশাসন তাদের উপর ভীষণ ক্ষিপ্ত হয়। এই ভয়ে তারা ঢাকা ত্যাগ করে একটি মফস্বল শহরে চলে আসে। সিদ্ধান্ত নেয়, তারা ভাল হয়ে যাবে।
প্রজ্ঞা পারমিতা
এটিএন বাংলায় আজ রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিক নাটক 'প্রজ্ঞা পারমিতা'। মাতিয়া বানু শুকু'র রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন যুবরাজ খান ও মাতিয়া বানু শুকু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, শিমুল, সানজিদা প্রীতি, আফরান নিশো, তানিয়া হোসাইন, মাহমুদুল ইসলাম মিঠু, শম্পা রেজা, শাহেদ আলী, সুষমা সরকার, ডমিনিক, দ্বিপান্বীতা, দিহান, ফারজানা ছবি প্রমুখ।
বিশ্বকাপের মাঠে
ফিফা বিশ্বকাপ-২০১৪ এর গ্রুপ পর্বের অর্ধেকের বেশি খেলা হয়ে গেছে, নামের প্রতি অবিচার-সুবিচার করে চলেছে অনেক হেভিওয়েট থেকে শুরু করে বিশ্বকাপে সদ্য প্রবেশ করা কোন-কোন দেশ। আশানুরূপ আলোর ঝলকানী দেখাতে পারছেনা কি সবগুলো ফেভারিট দল? নাকি ব্যবধান কমে এসছে ছোট-বড় দলের মাঝে? আছে রেফারি নিয়ে বিতর্ক। অস্কার, রিবেন, বেঞ্জামিন, আচোয়ার মতো উঠে আসছে নতুন সব তারকা। ফুটবল প্রেমী এবং বোদ্ধারা কী ভাবছেন এসব নিয়ে?
'দ্যা বিগেস্ট শো অফ আর্থ' ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৪ উপলক্ষ্যে দেশ টিভির বিশেষ লাইভ অনুষ্ঠান 'বিশ্বকাপের মাঠে'। চলবে ১৩ জুলাই পর্যন্ত খেলা চলাকালীন প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে।
নজির বিহীন নজর আলী
আজ আরটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক নজির বিহিন নজর আলী। নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ হাসান। নাটকে জাহিদ হাসানের চরিত্রটির নাম নজর আলী। হিমু আকরামের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হচ্ছে প্রতি বুধ থেকে শনিবার রাত ৯:৫০ মিনিটে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, জাহিদ হাসান, অহনা, সিদ্দিকুর রহমান, খালেদা আক্তার কল্পনা, ফারুক আহমেদ, মারজুক রাসেল প্রমুখ।