ওজন নিয়ে ভীষণ বিড়ম্বনায় পড়েছেন বলিউড ফ্যাশন কুইন সোনম কাপুর। ঠিক কয়েক দিন আগেই আরবাজ খান প্রযোজিত ‘ডোলি কি ডলি’ ছবির জন্য কয়েক কেজি ওজন কমিয়েছেন এ অনিল কন্যা। এবার সালমানের বিপরীতে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে অভিনয়ের জন্য আরও প্রায় আট কেজি ওজন কমানোর কথা বলেছেন ছবির নির্মাতারা।
জানা গেছে, ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শুটিং শুরু করার আগেই তাকে আট কেজি ওজন কমাতে বলা হয়েছে।
সালমানের সঙ্গে অভিনয়ে এ কি বিড়ম্বনা সোনমের! তবে কেবল সোনমই এ ধরনের বিড়ম্বনার শিকার তা নন, সালমানের ‘কিক’ ছবির নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজকেও ছবির শুটিং শুরু করার আগে কয়েক কেজি ওজন কমাতে হয়েছে। এছাড়া শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহাকেও বেশ পরিমাণ ওজন কমিয়েই ‘দাবাং’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক নিতে হয়েছিল।
তবে সোনম ভক্তরা বলছেন, সোনম এমনিতেই যথেষ্ট স্লিম। তার ওপর আট কেজি ওজন কমালে তাকে তো খুঁজেই পাওয়া যাবে না। শ্যুটিং স্পটে মাথা ঘুরে পড়েও যেতে পারে।
রাজশ্রী প্রোডাকশন ও ফক্স স্টার স্টুডিওর যৌথ প্রযোজনায় ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে সালমান ও সোনমের পাশাপাশি আরো অভিনয় করবেন অনুপম খের, নীল নিতীন মুকেশ, সোয়ারা ভাস্কর ও দীপক দোবরিয়াল। সূত্র : বলিউড লাইফ।