আসছে রমজান মাসের প্রথম দিন থেকে একসঙ্গে দশটি চ্যানেলে জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মানকে উপস্থাপনা করতে দেখা যাবে। রান্নাবিষয়ক অনুষ্ঠান 'নর টেস্ট অ্যান্ড টুইস্ট' অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। রিচির ভাষ্যমতে, এটাই তার প্রথম উপস্থাপনা যেখানে তিনি উপস্থাপনায় নিজেকে একেবারেই ভিন্নভাবে তুলে ধরতে পেরেছেন। রিচি বলেন, 'আমার সবসময়ই এমন একটি ইচ্ছা ছিল যে, যদি কখনো উপস্থাপনা করতেই হয় তাহলে এমন কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করব যেখানে সত্যিকার অর্থে আমার শেখার মতো কিছু থাকবে। তো 'নর টেস্ট অ্যান্ড টুইস্ট' অনুষ্ঠানটিতে উপস্থাপনা করতে গিয়ে আমি মজার মজার রান্না করতে শিখেছি। এ বিষয়টি আমি ভীষণ উপভোগ করেছি।' রিচি আরও বলেন, 'আমি রান্না করতে যেমন ভীষণ ভালোবাসি ঠিক তেমনি তা পরিবারের সদস্যদের কিংবা অতিথিদের খাওয়াতেও স্বাচ্ছন্দ্যবোধ করি। নতুন অনেক কিছু রান্না করতে শিখেছি যা আমার নিজের জীবনে অনেক কাজে লাগবে।'
এদিকে আসছে ঈদ উপলক্ষে রিচি সোলায়মান এরই মধ্যে মাহফুজ আহমেদের নির্দেশনায় তিনটি খণ্ডনাটক, ইমরাউল রাফাতের নির্দেশনায় দুটি খণ্ডনাটক এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় একটি খণ্ডনাটকের কাজ শেষ করেছেন। এগুলোতে তার বিপরীতে আছেন মাহফুজ আহমেদ, অপূর্ব, চঞ্চল চৌধুরী ও ইরেশ যাকের। ঈদ আসার আগেই আরও বেশ কয়েকটি নাটকে তার কাজ করার কথা রয়েছে। এ ছাড়া রিচি সোলায়মান অতি সম্প্রতি শুরু করেছেন রুলীন রহমানের রচনায় ও পরিচালনায় নতুন ডেইলি সোপ 'মায়ার খেলা'র কাজ।