অভিনয় থেকে এখন অনেকটাই দূরে মাহফুজ আহমেদ। তিনি ব্যস্ত পরিচালনা নিয়ে। আসছে ঈদেও থাকছে তার পরিচালিত নাটক-টেলিফিল্ম। সম্প্রতি তিনি তিনটি নাটক ও একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন। মারুফ রেহমানের রচনায় তিনি নির্মাণ করেছেন নাটক 'সূর্যাস্তের আগে'। এটি প্রচার হবে এনটিভিতে। এতে অভিনয়ও করেছেন মাহফুজ। আরও আছেন রিচি সোলায়মান ও মিথিলা। চ্যানেল আইয়ে প্রচার হবে তার নিজের লেখা নাটক 'ট্রেন যায় ট্রেন আসে'। এতে অভিনয় করেছেন রিচি, মাহফুজ ও স্পর্শিয়া। এটিএন বাংলায় প্রচার হবে 'স্যাটেল ম্যারেজ'। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রুনা খান ও প্রসূন আজাদ। এ ছাড়া 'হ্যালো বাংলাদেশ' নামে একটি টেলিছবিও নির্মাণ করেছেন তিনি। এটি প্রচার হবে বাংলাভিশনে। অভিনয় করেছেন মাহফুজ ও রিচি সোলায়মান।
মাহফুজ আহমেদ বলেন, 'আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় অভিনয়ের জন্য ব্যয় করেছি। অনেক অভিজ্ঞতা হয়েছে। তাই এখন চেষ্টা করছি দর্শককে নিজের মনের মতো কিছু উপহার দিতে।'