তরুণ কণ্ঠশিল্পী লাবণী শুরু করেছেন তার প্রথম একক অ্যালবামের কাজ। তিনটি ডুয়েট আর নয়টি সলো গান দিয়ে সাজানো হবে অ্যালবামটি। 'লাবণী ভলিউম-১' শিরোনামের অ্যালবামটির এরই মধ্যে ছয়টি গান শেষ করেছেন তিনি। সম্প্রতি এস আই টুটুলের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন। এতে গান লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুদীপ কুমার দ্বীপসহ আরও অনেকে। আর অ্যালবামটির সংগীতায়োজন করেছেন রবিন ইসলাম। এই প্রসঙ্গে লাবণী বলেন, 'যেহেতু এটি আমার প্রথম অ্যালবাম, তাই আমি চেষ্টা করছি একটু ভালো করে অ্যালবামটি করার। এই অ্যালবামে আমার সঙ্গে টুটুল ভাই একটি গানে ডুয়েট করেছেন। তার মতো একজন গুণী কণ্ঠশিল্পী আমার অ্যালবামে গান করেছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। আসিফ ভাই ও বেলাল খানের সঙ্গে আরও দুটি ডুয়েট গান করার কথা আছে।'