কক্সবাজারে শুরু হয়েছে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত প্রথম সিনেমা 'প্রার্থনা'র শুটিং। ইমন সাহার সুর-সংগীতে ন্যান্সি ও কিশোরের গাওয়া গানের দৃশ্যায়নের মধ্য দিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং শুরু হয়। প্রথম দিনের দৃশ্যায়নে অংশ নিয়েছেন কল্যাণ, মৌসুমী নাগ ও জয় নিজে।
জয় বলেন, প্রথম সিনেমার শুটিং, তাই পুরো ব্যাপারটি অন্যরকম লাগছে। এখানে আমরা টানা ছয় দিন শুটিং করব। এরপর ঢাকায় কাজ করব। অভিনয় জীবনের দীর্ঘ সময়ের অর্জিত অভিজ্ঞতা পরিচালনার ক্ষেত্রে আমাকে বেশ সহযোগিতা করছে। ছবিটির গল্পটি গড়ে উঠেছে ব্যস্ততার কারণে আধুনিক সমাজে মা-বাবা তাদের সন্তানদের যথেষ্ট সময় দিতে পারেন না।
এ বিষয়টি নিয়ে। সমসাময়িক প্রেক্ষাপটের আরও কিছু বিষয়ও থাকবে ছবিটিতে। প্রার্থনা সিনেমায় গান থাকছে ছয়টি। সব গানের সংগীত পরিচালনা করছেন ইমন সাহা।