মাদকাসক্তি, মামলা, সাজা, হলিউডে ডুবন্ত ক্যারিয়ার সবকিছু মিলিয়ে চরম দুঃসময়ই পার করতে হয়েছে 'মিন গার্লস' তারকা লিন্ডসে লোহানকে। আদালতের নির্দেশে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে গত বছর চিকিৎসা প্রক্রিয়া শেষ করেছেন তিনি। যুক্তরাষ্ট্র ছেড়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন ২৭ বছর বয়সী এ মার্কিন অভিনেত্রী। এরই মধ্যে সেখানে বাড়ি খোঁজার কাজ শুরু করে দিয়েছেন তিনি। ব্রিটিশ সংস্কৃতি লিন্ডসের দারুণ পছন্দ। এরই মধ্যে লন্ডনে স্থায়ীভাবে বসবাসের জন্য অভিবাসনের প্রক্রিয়া শুরু করেছেন তিনি। বর্তমানে তিনি লন্ডনেই অবস্থান করছেন।
লিন্ডসে জানিয়েছেন, স্বাধীনভাবে ঘোরাফেরার সুযোগ পেয়ে তিনি প্রশান্তি পাচ্ছেন।