'দিওয়ানা' শাহরুখ খানের প্রথম ছবি। এই ছবির মাধ্যমেই শাহরুখ বলিউডে পা রেখেছেন। কিন্তু মজার ব্যাপার হল, এখনও নাকি 'দিওয়ানা' ছবিটা নাকি দেখেননি তিনি। কিং খান তার ট্যুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন একথা। এমনকি তিনি এও জানিয়েছেন, তিনি ঠিক করেছেন তার প্রথম ও শেষ কাজ তিনি দেখবেন না।
'দিওয়ানা' ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯২ সালের ২৫ জুন। ছবিটি পরিচালনা করেছিলেন রাজ কানওয়ার। যদিও এই ছবিতে কাজ করার খুব একটা ইচ্ছে শাহরুখেরও ছিল না। কিন্তু তখন তিনি নিউ কামার তাই মেনে নিয়ে ছিলেন পরিচালকের খামখেয়ালিপনা। ছবিতে প্রধান চরিত্র না থাকলেও এই ছবিই শাহরুখের জীবন একেবারেই বদলে দেয়।