ধর্ষণের অভিযোগে শাহরুখ খানের ড্রাইভারকে গ্রেপ্তার করল পুলিশ। অভিনেত্রী সঙ্গীতা বিজলানীর বাড়ির নাবালিকা কাজের মেয়েকে চাকরি দেওয়ার নাম করে ৩৫বছরের রাজেন্দ্রা গৌতম ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজেন্দ্র গৌতম ওরফে পিন্টু মিশ্রা শাহরুখ খানের ছেলেমেয়েদের স্কুল থেকে বাড়ি নিয়ে আসার কাজ করত এবং সেও 'মান্নাতে'র কাছেই থাকত। পুলিশের তরফ থেকে জানা গেছে যে, পিন্টু তার এক বন্ধুর থেকে ১৭ বছরের মেয়েটির ফোন নাম্বার জোগাড় করে এবং মেয়েটিকে আরো ভালো চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষন করে।
মেয়েটি মহারাষ্ট্রের লাতুর প্রদেশ থেকে কাজের খোঁজে মুম্বইতে এসেছিল। মেয়েটি জানিয়েছে তাদের দুজনের মধ্যে একাধিকবার কথা হত। অবশেষে রাজেন্দ্র তাকে আশ্বাস দেয় যে শাহরুখের বাড়িতে আরও ভাল বেতনের কাজ জোগাড় করে দেবে। ২০জুন সঙ্গীতা বিজলানির বাড়ির কাজ ছেড়ে দেয় মেয়েটি। এরপর রাজেন্দ্র তাকে নালাসোপারার একটি হোটেলে নিয়ে যায় এবং সেখানেই তাকে ধর্ষন করে।
বান্দ্রা পুলিশ স্টেশনে মেয়েটি পরের দিনই অভিযোগ দায়ের করে, যদিও রাজেন্দ্র তাকে হুমকি দিয়েছিল কাউকে এই ঘটনা যাতে না জানায়। বান্দ্রা পুলিশ ইতিমধ্যেই রাজেন্দ্রকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে আইপিসির বিদিন্ন দফায় চার্জশিট প্রস্তুত করবে বলে জানা গেছে। কিন্তু এই বিষয়ে এখনও শাহরুখ ও সঙ্গীতা বিজলানী কোন মন্তব্য করেননি।