বলিউডের প্রবীন মেগাস্টার অমিতাভ বাচ্চনকে গোয়া সোসাইটি অফ এন্টারটেইনমেন্ট নভেম্বর মাসে তাদের আসন্ন 'ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভল অফ ইন্ডিয়া' অনুষ্ঠানে নিমন্ত্রন জানিয়েছে।
এর আগে গোয়ার এই উৎসব নিয়ে অমিতাব বাচ্চন এবং 'ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভল অফ ইন্ডিয়া'র কতৃপক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। সেই কারনে তার পর থেকে এই অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন বিগ বি। তবে শোনা যায় কংগ্রেস সরকারের অধীনের এই সংস্থা রাজনৈতিক কারণে ২০০৪ সালের পর থেকে অমিতাভ বাচ্চনকে আমন্ত্রন জানাননি।
গোয়া সোসাইটি অফ এন্টারটেইনমেন্টের প্রধান দামোদর নায়েক জানান, 'আমরা অমিতাভ বাচ্চনকে আমন্ত্রন জানিয়েছি। আশা করি উনি আসবেন, আমাদের গোয়ায় এবং এই সোসাইটিতে ওনার প্রচুর ভক্ত আছে। উনি এলে আমরা অত্যন্ত খুশি হব।'