জোয়া আখতারের সিনেমা 'দিল ধড়কানে দো' সিনেমার জন্য রাজি হননি করিনা কাপুর। নবাব বেগম তাঁর বিয়ের পর থেকে প্রচুর সিনেমার অফার ছেড়ে দিচ্ছেন। কিন্তু সমপ্রতি জোয়ার সিনেমা ছাড়ার কারন হিসেবে তিনি জানিয়েছেন যে ৩ মাসের জন্য টানা ক্রুজে গিয়ে অভিনয় করা তাঁর পক্ষে সম্ভব নয়।
করিনা না করে দেওয়ায়, সেই চরিত্রে এখন অভিনয় করছেন আনুশকা শর্মা। জোয়ার এই ছবিটিতে রণবীর সিং, প্রিয়াংকা চোপড়া, অনিল কাপুর, ফারহান আখতার , রাহুল বোস অভিনয় করছেন।