কাহিনীকার এবং নির্মাতা ছটকু আহমেদ গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি আছেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, ছটকু আহমেদের শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করে তার চিকিৎসা পদ্ধতি নির্ভর করবে। তবে ওপেন হার্ট সার্জারির বিষয়টি চূড়ান্ত। কিন্তু কিছু শারীরিক সমস্যার কারণে তা এখনই করা যাচ্ছে না। ছটকু আহমেদের পরিবার সবার দোয়া চেয়েছেন।